ম্যাথিউ প্রিন্স – Matthew Prince

ম্যাথিউ প্রিন্স

কো-ফাউন্ডার এবং প্রধান নির্বাহী, ক্লাউডফ্লেয়ার

ছবিটি উইকিপিডিয়া থেকে নেয়া

“আমার ইউটোপিয়ান/আদর্শ দৃষ্টিভঙ্গি হলো এমন একটি বিশ্ব যেখানে মানুষ কন্টেন্ট পাবে বিনামূল্যে আর রোবটগুলোকে এর জন্য অর্থ দিতে হবে।” – টাইমস কে দেয়া সাক্ষাতকারে ম্যাথিউ প্রিন্স।

এআই প্রথম ইন্টারনেটের যুগে কন্টেন্ট তৈরি করে মানুষ কিভাবে উপার্জন করবে সেই বিষয়ে প্রিন্সের নিজের একটা বিশ্বাস আছে। তিনি বলেছেন কন্টেন্ট নির্মাতারা বিজ্ঞাপন থেকে নয়, এখন থেকে উপার্জন করবেন এইআই কোম্পানিগুলির জন্য কন্টেন্ট তৈরি করে। এআই কোম্পানিগুলি-ই কন্টেন্ট নির্মাতাদের উৎসাহিত করবে, যথাযথ পারিশ্রমিক প্রদান করবে – কারণ কোম্পানিগুলির প্রয়োজন প্রচুর প্রশিক্ষণ ডাটা। আর সেটি নিশ্চিত করাই আমাদের কাজ।

প্রিন্সের কথাগুলো বুঝতে হলে আমাদেরকে বেশ কিছু বিষয় বুঝতে হবে –

ক্লাউডফ্লেয়ার কিভাবে কন্টেন্ট এবং কন্টেন্ট নির্মাতাদের লাইফ সেভার হতে পারে

ক্লাউডফ্লেয়ার কিভাবে কন্টেন্ট এবং কন্টেন্ট নির্মাতাদের লাইফ সেভার হতে পারে

১৮ মাস আগে প্রচুর মিডিয়া হাউজ, হাউজের নির্বাহীগণ ম্যাথিউ প্রিন্স কে ফোন দিতে শুরু করেন। ওনাদের অভিযোগ ছিল এআই কোম্পানিগুলো ওনাদের আর্টিকেল চুরি করে ব্যবহার করছে এআই মডেল ট্রেনিং করানোর জন্য এবং ওনাদের কে প্রাপ্য পারিশ্রমিক দিচ্ছেন না।

প্রিন্সের প্রথম অভিব্যক্তি ছিল – ভাই থামো। নতুন কোনো টেকনোলজি আসলেই তোমরা এইগুলি বলতে শুরু করো।

তবে প্রিন্স নিজে কিন্তু থেমে থাকেননি। ক্লাউডফ্লেয়ারের কাছে থাকা আগের ১০ বছরের ওয়েব ট্রাফিক ডাটা নিয়ে নিজেই বসে পরলেন কি হচ্ছে বোঝার জন্য। অ্যানালাইসিসের ফলাফল দেখে প্রিন্স শকড হয়ে গিয়েছিলেন। গুগলের এআই ওভারভিউ-র জন্য সংবাদ সাইটগুলো ওয়েব ট্রাফিক পেতে ১০ গুণ বেশি সমস্যার সম্মুখীন হচ্ছে। চ্যাটজিপিটি (ChatGPT) এবং ক্লড (Claude)-এর মতো চ্যাটবটগুলোর জন্য একই মেট্রিক আরও খারাপ। ম্যাথিউ আরো জানাচ্ছেন, ওয়েব যখন একটি সার্চ-চালিত ইন্টারফেস থেকে এআই-চালিত ইন্টারফেসে স্থানান্তরিত হচ্ছে, তখন কম মানুষ মূল কন্টেন্ট ব্যবহার করতে শুরু করেছে। আর এর মানে হলো, কন্টেন্ট তৈরির প্রণোদনা-ও চলে যাচ্ছে।

প্রিন্স এরপর এক অভাবনীয় কাজ করলেন। ওনার কোম্পানি ক্লাউডফ্লেয়ারের সার্ভিস দিয়ে এই ক্রলার বটগুলিকে ব্লক করতে শুরু করলেন। এটি খুবই গুরুত্বপূর্ন কারণ ক্লাউডফ্লেয়ারের নেটওয়ার্ক পুরো ইন্টারনেটের প্রায় ২০% কাভার করে। কার্যত প্রিন্স এমন একটি দেয়াল তৈরি করলেন যা ওয়েবের পাঁচ ভাগের অন্তত এক ভাগ কে সুরক্ষা বলয়ের মধ্যে নিয়ে আসলো। এক ডজনের উপর কোম্পানি, লেখক, শিল্পী ম্যাথিউ প্রিন্সের এই উদ্যোগকে স্বাগত জানালেন। ওনারা কপি রাইট আইনের ন্যায্য ব্যবহার বিষয়েও সচেতন হলেন এবং আইন প্রয়োগের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে শুরু করলেন। মজার বিষয় হলো, বেশিরভাগ শীর্ষস্থানীয় এআই কোম্পানি—যারা ক্লাউডফ্লেয়ারের গ্রাহকও—তার কোম্পানির এই হস্তক্ষেপকে স্বাগত জানিয়েছে।

ম্যাথিউ আশা করছেন ওনাদের এই সম্মিলিত উদ্যোগ নতুন বিজনেস মডেলের-ও সূচনা করবে, যেখানে কন্টেন্ট নির্মাতারা এআই কোম্পানিগুলিকে কন্টেন্টের জন্য, ডাটার জন্য মূল্য নির্ধারণ করা এবং যথাযথ পারিশ্রমিক দাবী করতে পারবেন। ক্লাউডফ্লেয়ারের উপার্জনের জায়গা হবে – পে পার ক্রল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *